প্যান্টে যা ভুলেও রাখবেন না! - Rupantor HD

Breaking

Follow on Facebook

BANNER 728X90

Friday, March 16, 2018

প্যান্টে যা ভুলেও রাখবেন না!


প্যান্টের পকেটে আমরা বাড়ির চাবি থেকে শুরু করে, টাকা, পার্স এবং আরও কত কী যে রাখি তার কোনও হিসেব নেই। কিন্তু বাস্তুশাস্ত্র মতে ভালো সময়কে সঙ্গী বানাতে হলে বেশ কিছু জিনিস আছে, যা ভুলেও পকেটে রাখা উচিত নয়। অর্থনৈতিকের মন্দ দিক থেকে মুক্তি পেতে যেসব জিনিস পকেটে রাখা চলবে না।
আসুন জেনে নেওয়া যাক, কি কি জিনিস পকেতে রাখা উচিৎ না-
১) পুরাতন বিলের কাগজ- 
মার্কেট থেকে কোনও কিছু কেনার পর পাওয়া বিল অনেকেই পকেটে রেখে দেন। পরে সেটি পকেট থেকে বের করে যে ফেলে দিতে হবে, সেটা অনেকেই করতে ভুলে যান। এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ বাস্তুশাস্ত্র মতে প্যান্ট বা জামার পকেটে পুরানো বিল রেখে দিলে নেগেটিভ এনার্জি পিছু নেয়। ফলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এবার থেকে ভুলেও পুরানো বিল পকেটে রাখবেন না যেন!
২) মানিব্যাগে অশ্লিল ছবি- 
স্টাডিতে দেখা গেছে মানি ব্যাগে এমন কোনও ছবি রাখা উচিত নয়, যা দেখা মাত্র উত্তেজনা বাড়তে পারে। কারণ এমনটা করলে মন এবং মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে। ফলে কাজে মনোযোগ বিগ্নিত হয়ই, সেই সঙ্গে মানসিক চাপ বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই প্যান্টের পকেটে যদি ছবি রাখতেই হয়, তাহলে মা-বাবা অথবা স্ত্রী-ছেলে-মেয়েদের রাখুন। যাদের দেখে আপনার মনের জোর বাড়বে।
৩) ওষুধ- 
ভুলেও পকেটে কোনও ওষুধ রাখবেন না যেন। কারণ এটা করলে নানাবিধ শারীরিক সমস্যা পিছু নেবে। সেই সঙ্গে শরীরও ভাঙতে শুরু করবে। কমবে কর্মক্ষমতা। তাই ওষুধ যদি সঙ্গে রাখতেই হয়, তাহলে আলাদা ব্যাগে রাখুন।
৪) নষ্ট মানিব্যাগ- 
বাস্তুশাস্ত্র মতে ছিঁড়ে যাওয়া ব্যাগ সঙ্গে রাখলে নেগেটিভ এনার্জি পিছু নেয়। সেই সঙ্গে খরচের পরিমাণ এত বেড়ে যায় যে ব্যাঙ্ক ব্যালেন্স খালি হয়ে যেতে সময় লাগে না।
৫) অপ্রয়োজনীয় কাগজ- 
আপনার পকেটে অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত কাগজপত্র রাখবেন না। যদি আপনি কাগজের টুকরাতে কিছু নোট লিখে থাকেন, তবে আপনার পকেটের পরিবর্তে এটি একটি আলাদা স্থানে সংরক্ষণ করুন।
বিডি২৪লাইভ/আরআই

No comments:

Post a Comment